"ইসলাম" শব্দের শাব্দিক অর্থ হলো "আত্মসমর্পণ" বা "আত্মনিবেদন।" এটি এসেছে আরবি শব্দ "সালাম" থেকে, যার অর্থ "শান্তি," "নিরাপত্তা," এবং "পরিপূর্ণতা।"
"ইসলাম" শব্দটি অর্থ প্রকাশ করে এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করে, তাঁর বিচার ব্যবস্থা মেনে চলে। ইসলাম মানে আল্লাহর বিচার ব্যবস্থার কাছে নিজেকে সমর্পণ করা এবং তাঁর দেখানো পথে চলা। এর মাধ্যমে একজন বিশ্বাসী শান্তি ও নিরাপত্তা লাভ করে এবং আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে নিবেদিত করে।
সুতরাং, "ইসলাম" একটি ধর্মের নাম নয়, বরং এটি এমন একটি বিচার ব্যবস্থা, যার মাধ্যমে আল্লাহর ইচ্ছার সঙ্গে সম্পূর্ণ একাত্মতা স্থাপন করা হয় এবং এই আত্মসমর্পণের মধ্যেই শান্তির সন্ধান পাওয়া যায়।
কুরআনের বার্তা।
- "দ্বীন" শব্দের অর্থ ও দ্বীন সম্পর্কে কুরআনের আয়াত।
- কুরআন কি সত্যিই আল্লাহর বাণী।
- কুরআনের অর্থ ও কুরআন বুঝে পড়ার প্রয়োজনীয়তা।
ইসলাম শব্দটি কুরআনে কত বার এসেছে।
মূল শব্দ "ইসলাম" কুরআনে অনুমানিক ১১ বার এসেছে (কম ও বেশি হতে পারে)। কিন্তু "ইসলাম" শব্দটির বিভিন্ন রূপও কুরআনে ব্যবহৃত হয়েছে। উদাহরণস্বরূপ, "মুসলিম" (যার অর্থ "আল্লাহর বিচারের প্রতি আত্মসমর্পণকারী") এবং "আসলাম" (যার অর্থ "আত্মসমর্পণ করা") কুরআনে পাওয়া যায়। এই সমস্ত রূপগুলোকে একত্রে গণনা করলে মোট প্রায় ৭৩ বার এই সম্পর্কিত শব্দগুলো কুরআনে এসেছে (কম ও বেশি হতে পারে)।
এখানে মূলত বোঝানো হয়েছে যে, "ইসলাম" শব্দটি অনুমানিক ১১ বার এসেছে (কম ও বেশি হতে পারে, কিন্তু অন্যান্য আকারে, যেমন "মুসলিম" ও "আসলাম" এর মতো শব্দগুলির মাধ্যমেও আল্লাহর বিচারের প্রতি আত্মসমর্পণের ধারণা কুরআনে অনেকবার এসেছে।
সূরা বাংলা উচ্চারণ।
- সূরা আল-ফাতিহা বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF ডাউনলোড।
- সূরা আন-নাস বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF ডাউনলোড।
- সূরা আল-ফালাক বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF ডাউনলোড।
- সূরা লাহাব বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF ডাউনলোড।
ইসলাম সম্পর্কিত কুরআনের আয়াত বাংলা উচ্চারণ ও অনুবাদ।
১) সূরা আল-বাকারা, আয়াত ২০৮/
বাংলা উচ্চারণ- ইয়াআইয়ুহাল্লাযীনা আ-মানুদ খুলূ ফিছছিলমি কাফফাতাওঁ ওয়ালা-তাত্তাবি‘ঊ খুতুওয়া-তিশশাইতা-নি ; ইন্নাহু লাকুম ‘আদুওউম মুবীন।
বাংলা অনুবাদ- "হে মু’মিনগণ! ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ কর এবং শায়ত্বনের পদাঙ্ক অনুসরণ করে চলো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।"
২) সূরা আল-ইমরান, আয়াত ১৯/
বাংলা উচ্চারণ- ইন্নাদ্দীনা ‘ইনদাল্লা-হিল ইছলা-মু ওয়ামাখতালাফাল্লাযীনা ঊতুল কিতা-বা ইল্লা-মিম বা‘দি মা-জাআহুমুল ‘ইলমুবাগইয়াম বাইনাহুম ওয়ামাইঁ ইয়াকফুর বিআ-য়া-তিল্লা-হি ফাইন্নাল্লা-হা ছারী‘উল হিছা-ব।
বাংলা অনুবাদ- "নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র দ্বীন হল ইসলাম। বস্তুতঃ যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা জ্ঞান লাভের পর একে অন্যের উপর প্রাধান্য লাভের জন্য মতভেদ সৃষ্টি করেছে এবং যে ব্যক্তি আল্লাহর নিদর্শনসমূহ্কে অস্বীকার করবে, (সে জেনে নিক) নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অতিশয় তৎপর।"
৩) সূরা আল-ইমরান, আয়াত ২০/
বাংলা উচ্চারণ- ফাইন হাজ্জূকা ফাকুলআছলামতু ওয়াজহিইয়া লিল্লা-হি ওয়ামানিত তাবা‘আনি ওয়াকুল লিল্লাযীনা ঊতুল কিতা-বা ওয়াল উম্মিইয়ীনা আআছলামতুম ফাইন আছলামূ ফাকাদিহতাদাওঁ ওয়া ইন তাওয়াল্লাও ফাইন্নামা-‘আলাইকাল বালা-গু ওয়াল্লা-হু বাসীরুম বিল‘ইবা-দ।
বাংলা অনুবাদ- "অতঃপর যদি তোমার সাথে তর্ক করে তবে বলে দাও, ‘আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি আর আমার অনুসারীগণও আত্মসমর্পণ করেছে এবং আহলে কিতাব ও উম্মীগণকে বল, ‘তোমরা কি আত্মসমর্পণ করেছ’? অতঃপর যদি তারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয়ই তারা পথ পাবে আর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে তোমার দায়িত্ব শুধু প্রচার করা। আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা।"
৪) সূরা আল-ইমরান, আয়াত ৮৫/
বাংলা উচ্চারণ- ওয়া মাই ইয়াবতাগি গাইরাল ইছলা-মি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুওয়া ফিল আ-খিরাতি মিনাল খা-ছিরীন।
বাংলা অনুবাদ- "আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন গ্রহণ করতে চাইবে কক্ষনো তার সেই দ্বীন কবূল করা হবে না এবং আখেরাতে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।"
৫) সূরা আল-মায়িদাহ, আয়াত ৩/
বাংলা উচ্চারণ- হুররিমাত ‘আলাইকুমুল মাইতাতুওয়াদ্দামুওয়া লাহমুল খিনঝীরি ওয়ামা-উহিল্লা লিগাইরিল্লাহি বিহী ওয়াল মুনখানিকাতুওয়াল মাওকূযাতুওয়াল মুতারাদ্দিইয়াতুওয়ান্নাতীহাতু ওয়ামা-আকালাছ ছাবু‘উ ইল্লা-মা যাক্কাইতুম ওয়ামা-যুবিহা ‘আলান নুসুবি ওয়া আন তাছতাকছিমূবিলআঝলা-মি যা-লিকুম ফিছকুন আল ইয়াওমা ইয়াইছাল্লাযীনা কাফারূমিন দীনিকুম ফালা-তাখশাওহুম ওয়াখশাওনি আলইয়াওমা আকমালতুলাকুম দীনাকুম ওয়া আত মামতু‘আলাইকুম নি‘মাতী ওয়া রাদীতুলাকুমুল ইছলা-মা দীনান ফামানিদতুররা ফী মাখমাসাতিন গাইরা মুতাজা-নিফিললিইছমিন ফাইন্নাল্লা-হা গাফূরুর রাহীম।
বাংলা অনুবাদ- "তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃতজন্তু, (প্রবাহিত) রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্যের নামে যবহকৃত পশু, আর শ্বাসরুদ্ধ হয়ে মৃত জন্তু, আঘাতে মৃত জন্তু, উপর থেকে পতনের ফলে মৃত, সংঘর্ষে মৃত আর হিংস্র জন্তুতে খাওয়া পশু- তবে জীবিত পেয়ে যা তোমরা যবহ করতে পেরেছ তা বাদে, আর যা কোন আস্তানায় (বা বেদীতে) যবহ করা হয়েছে, আর জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা (এগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে)। এসবগুলো পাপ কাজ। আজ কাফিরগণ তোমাদের দ্বীনের বিরোধিতা করার ব্যাপারে পুরোপুরি নিরাশ হয়ে গেছে, কাজেই তাদেরকে ভয় করো না, কেবল আমাকেই ভয় কর। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিআমাত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে কবূল করে নিলাম। তবে কেউ পাপ করার প্রবণতা ব্যতীত ক্ষুধার জ্বালায় (নিষিদ্ধ বস্তু খেতে) বাধ্য হলে আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।"
৬) সূরা আল-আন'আম, আয়াত ১৪/
বাংলা উচ্চারণ- কুল আগাইরাল্লা-হি আত্তাখিযুওয়ালিইইয়ান ফা-তিরিছছামা-ওয়া-তি ওয়াল আরদিওয়া হুওয়া ইউত‘ইমুওয়ালা-ইউত‘আমু কুল ইন্নীউমিরতুআন আকূনা আওওয়ালা মান আছলামা ওয়ালা-তাকূনান্না মিনাল মুশরিকীন।
বাংলা অনুবাদ- বল, ‘আমি কি আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করব, যিনি আসমানসমূহ ও যমীনের স্রষ্টা? তিনি আহার দেন, তাঁকে আহার দেয়া হয় না।’ বল, ‘নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি যে, যারা ইসলাম গ্রহণ করেছে যেন আমি তাদের প্রথম হই’। আর তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না’।
৭) সূরা আল-আন,আম, আয়াত ১২৫/
বাংলা উচ্চারণ- ফামাইঁ ইউরিদিল্লা-হু আইঁ ইয়াহদিয়াহূইয়াশরাহ সাদরাহূলিলইছলা-মি ওয়া মাইঁ ইউরিদ আইঁ ইউদিল্লাহূইয়াজ‘আল সাদরাহূদাইয়িকান হারাজান কাআন্নামা-ইয়াসসা‘‘আদু ফিছছামাই কাযা-লিকা ইয়াজ‘আলুল্লা-হুর রিজছা ‘আলাল্লাযীনা লা-ইউ’মিনূন।
বাংলা অনুবাদ- "আল্লাহ যাকে সৎপথ দেখাতে চান, তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, আর যাকে পথভ্রষ্ট করতে চান তার অন্তরকে সংকীর্ণ সংকুচিত করে দেন, (তার জন্য ইসলাম মান্য করা এমনি কঠিন) যেন সে আকাশে আরোহণ করছে। যারা ঈমান আনে না তাদের উপর আল্লাহ এভাবে লাঞ্ছনা চাপিয়ে দেন।"
৮) সূরা আত-তাওবা, আয়াত ৭৪/
বাংলা উচ্চারণ- ইয়াহলিফূনা বিল্লা-হি মা-কা-লূ ওয়া লাকাদ কা-লূকালিমাতাল কুফরি ওয়া কাফারূ বা‘দা ইছলা-মিহিম ওয়া হাম্মূবিমা-লাম ইয়ানা-লূ ওয়া মা-নাকামূইল্লাআন আগনাহুমুল্লা-হু ওয়া রাছূলুহূমিন ফাদলিহী ফাইয়ঁইয়াতূবূইয়াকুখাইরাল্লাহুম ওয়াইয়ঁ ইয়াতাওয়াল্লাও ইউ‘আযযিবহুমুল্লা-হু ‘আযা-বান আলীমান ফিদদুনইয়া-ওয়াল আখিরাতি ওয়ামা-লাহুম ফিলআরদিমিওঁ ওয়ালিওয়িওঁ ওয়ালা-নাসীর।
বাংলা অনুবাদ- "তারা আল্লাহর নামে শপথ করে বলে যে তারা (অন্যায়) কিছু বলেনি, কিন্তু তারা তো কুফরী কথা বলেছে আর ইসলাম গ্রহণ করার পরও কুফরী করেছে। তারা ষড়যন্ত্র করেছিল কিন্তু তাতে সফল হয়নি, তাদের এ প্রতিশোধ স্পৃহার কারণ এছাড়া আর কিছু ছিল না যে আল্লাহ করুণাবশতঃ ও তাঁর রসূল তাদেরকে সম্পদশালী করে দিয়েছেন। এখন যদি তারা অনুশোচনাভরে এ পথ থেকে ফিরে আসে তবে তা তাদের জন্যই কল্যাণকর। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখেরাতে ভয়াবহ শাস্তি দিবেন। পৃথিবীতে রক্ষক আর সাহায্যকারী হিসেবে কাউকে তারা পাবে না।"
৯) সূরা আয-যুমার, আয়াত ২২/
বাংলা উচ্চারণ- আফামান শারাহাল্লা-হু সাদরাহূলিলইছলা-মি ফাহুওয়া ‘আলা-নূরিম মিররাব্বিহী ফাওয়াইলুলিললকা-ছিয়াতি কু লূবুহুম মিন যিকরিল্লা-হি উলাইকা ফী দালা-লিম মুবীন।
বাংলা অনুবাদ- "ইসলামের জন্য আল্লাহ যার বক্ষ উন্মোচিত করে দিয়েছেন, যার ফলে সে তার প্রতিপালকের দেয়া আলোর উপর রয়েছে (সে কি তার সমান যে কঠোর হৃদয়ের)? ধ্বংস তাদের জন্য যাদের অন্তর আল্লাহ স্মরণের ব্যাপারে আরো শক্ত হয়ে গেছে। তারা আছে স্পষ্ট বিভ্রান্তিতে।"
১০) সূরা আল-হুজুরাত, আয়াত ১৭/
বাংলা উচ্চারণ- ইয়ামুন্নুনা ‘আলাইকা আন আছলামূ কুল লা-তামুন্নূ‘আলাইইয়া ইছলা-মাকুম বালিল্লাহু ইয়ামুন্নু‘আলাইকুম আন হাদা-কুম লিলঈমা-নি ইন কুনতুম সা-দিকীন।
বাংলা অনুবাদ- "এই লোকেরা মনে করে যে, তারা ইসলাম কবূল ক’রে তোমার প্রতি অনুগ্রহ করেছে। তাদেরকে বলে দাও, ‘তোমরা তোমাদের ইসলাম কবূলের দ্বারা আমার প্রতি কোন অনুগ্রহ করনি বরং আল্লাহ্ই তোমাদেরকে ঈমানের পথে পরিচালিত ক’রে তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, তোমরা যদি (তোমাদের ঈমান আনার দাবীতে) সত্যবাদী হয়েই থাক।"
১১) সূরা আস-সাফ, আয়াত ৭/
বাংলা উচ্চারণ- ওয়া মান আজলামুমিম্মানিফ তারা-‘আলাল্লা-হিল কাযিবা ওয়া হুওয়া ইউদ‘আইলাল ইছলা-মি ওয়াল্লা-হু লা-ইয়াহদিল কাওমাজ্জা-লিমীন।
বাংলা অনুবাদ- "তার চেয়ে অধিক যালিম আর কে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যে রচনা করে- অথচ তাকে ইসলামের পথ অবলম্বন করার জন্য আহবান জানানো হয়। (এ রকম) যালিম সম্প্রদায়কে আল্লাহ সঠিক পথে চালিত করেন না।"
এই আয়াতগুলোতে আল্লাহ "ইসলাম" শব্দের মাধ্যমে ইসলামের গুরুত্ব, আল্লাহর বিচার ব্যবস্থার প্রতি আত্মসমর্পণ, এবং ইসলামকে একমাত্র সত্য দ্বীন হিসেবে বর্ণনা করেছেন।
0 comments